চাঁদপুর, ২৪ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ ক্ষতিকর উপাদান দিয়ে শিশুখাদ্য তৈরির দায়ে কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, জেলা শহরের দক্ষিণ গুনরাজদি এলাকায় অভিযানকালে বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মেশানো, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দায়ে ফারিয়া ফুড প্রোডাক্টস-এর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।