অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:৫০

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : ভ্যাকসিন ক্রয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাণিসম্পদ অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কার্যালয় পরিদর্শন করে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অনুপস্থিত থাকায় পরিচালক (প্রশাসন) -এর সাথে অভিযোগের বিষয়ে কথা বলা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ৩.৯ কিলোমিটার সড়ক মেরামত কাজে নানাবিধ অনিয়মের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রকল্পটি সরেজমিন পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট শিডিউল ও কার্যাদেশসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনায় দেখা যায় যে, ঘোড়ামারা-পোড়াদহ জিসি ভায়া মশান সড়ক সংস্কার প্রকল্পটি ২টি প্যাকেজে ভাগ করা হয়েছে। যার প্রাক্কলিত মূল্য ৫ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪০৮ টাকা। 

অভিযানকালে দেখা যায়, প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে অনুমোদিত সিডিউলের সাথে বাস্তবায়িত কাজের পরিমাপ ও ব্যবহৃত উপকরণের গুণগত মান প্রাথমিকভাবে যাচাইয়ে অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। নিরপেক্ষ বিশেষজ্ঞ প্রদত্ত প্রতিবেদন ও সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতরূপে পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে মাগুরা গণপূর্ত বিভাগে দরপত্র আহ্বান না করে অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন কাজ নামমাত্র বাস্তবায়নপূর্বক সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে দুদক টিম গণপূর্ত বিভাগ, মাগুরা কর্তৃক সম্পাদিত ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করে। টিম এই দপ্তর থেকে প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০