অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:৫০

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : ভ্যাকসিন ক্রয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাণিসম্পদ অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কার্যালয় পরিদর্শন করে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অনুপস্থিত থাকায় পরিচালক (প্রশাসন) -এর সাথে অভিযোগের বিষয়ে কথা বলা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ৩.৯ কিলোমিটার সড়ক মেরামত কাজে নানাবিধ অনিয়মের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রকল্পটি সরেজমিন পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট শিডিউল ও কার্যাদেশসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনায় দেখা যায় যে, ঘোড়ামারা-পোড়াদহ জিসি ভায়া মশান সড়ক সংস্কার প্রকল্পটি ২টি প্যাকেজে ভাগ করা হয়েছে। যার প্রাক্কলিত মূল্য ৫ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪০৮ টাকা। 

অভিযানকালে দেখা যায়, প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে অনুমোদিত সিডিউলের সাথে বাস্তবায়িত কাজের পরিমাপ ও ব্যবহৃত উপকরণের গুণগত মান প্রাথমিকভাবে যাচাইয়ে অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। নিরপেক্ষ বিশেষজ্ঞ প্রদত্ত প্রতিবেদন ও সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতরূপে পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে মাগুরা গণপূর্ত বিভাগে দরপত্র আহ্বান না করে অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন কাজ নামমাত্র বাস্তবায়নপূর্বক সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে দুদক টিম গণপূর্ত বিভাগ, মাগুরা কর্তৃক সম্পাদিত ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করে। টিম এই দপ্তর থেকে প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০