অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:৫০

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : ভ্যাকসিন ক্রয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আজ দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাণিসম্পদ অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কার্যালয় পরিদর্শন করে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অনুপস্থিত থাকায় পরিচালক (প্রশাসন) -এর সাথে অভিযোগের বিষয়ে কথা বলা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ৩.৯ কিলোমিটার সড়ক মেরামত কাজে নানাবিধ অনিয়মের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রকল্পটি সরেজমিন পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট শিডিউল ও কার্যাদেশসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনায় দেখা যায় যে, ঘোড়ামারা-পোড়াদহ জিসি ভায়া মশান সড়ক সংস্কার প্রকল্পটি ২টি প্যাকেজে ভাগ করা হয়েছে। যার প্রাক্কলিত মূল্য ৫ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪০৮ টাকা। 

অভিযানকালে দেখা যায়, প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে অনুমোদিত সিডিউলের সাথে বাস্তবায়িত কাজের পরিমাপ ও ব্যবহৃত উপকরণের গুণগত মান প্রাথমিকভাবে যাচাইয়ে অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। নিরপেক্ষ বিশেষজ্ঞ প্রদত্ত প্রতিবেদন ও সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতরূপে পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে মাগুরা গণপূর্ত বিভাগে দরপত্র আহ্বান না করে অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন কাজ নামমাত্র বাস্তবায়নপূর্বক সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে দুদক টিম গণপূর্ত বিভাগ, মাগুরা কর্তৃক সম্পাদিত ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করে। টিম এই দপ্তর থেকে প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০