আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা এনসিপি প্রতিহত করবে : নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২২:৪৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

নারায়ণগঞ্জ, ২৪ মার্চ, ২০২৫ (বাসস): আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে দেয়া যাবে না, পুনর্বাসনের চেষ্টা করলে এনসিপি সেটা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখন তিনটি বিষয় নিয়ে কাজ করছে। তা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের সংস্কার ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম দাবি। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে যা নিয়ে এনসিপি তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। যে কোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি তা প্রতিহত করবে। গত ১৬ বছর জুলুম নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর পর আওয়ামী লীগ দল হিসেবে বৈধতা রাখতে পারে না। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, এদেশের মানুষ চায় না জুলাই অভ্যুত্থানের পর পুরোনো রূপেই দেশের রাজনীতি চলুক। আমরা দেশের সংস্কার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। গণপরিষদ ছাড়া আর কোন নির্বাচনের কোনো ম্যান্ডেট নেই। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান। এই সংবিধান অভিশপ্ত সংবিধান। এখানে বেশিরভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয়নি। এই সংবিধানে তরুণ প্রজন্মের লড়াই সংগ্রামের কোন ছিটেফোঁটা নাই।

ইফতারে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও তামীম আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী ও সদস্য আহমেদুর রহমান তনু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
১০