চাঁদপুর, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসানাত ও খোরশেদ আলম ওই গ্রামের বকাউল বাড়ির কবির হোসেন বকাউলের ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে সেচ পাম্প দিয়ে ধান খেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট গুরুতর আহত হয়।
মুমূর্ষ অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।