নাটোরে গণহত্যা দিবস পালন

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:৫৪
নাটোরে গণহত্যা দিবস পালিত। ছবি: বাসস

নাটোর, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদায় নাটোরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল দশটায় শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী, মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মোঃ ফরিদ, জেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল, শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে।

পরে শিক্ষার্থীদের জন্যে তথ্য অফিস প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

এছাড়া জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। 

গণহত্যা দিবস উপলক্ষে ফুলবাগান বধ্যভূমিতে আজ সকাল সাড়ে নয়টায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন। 

বাদ যোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হয়েছে। 

রাত দশটা ৩০ মিনিটে এক মিনিটের জন্যে কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যতীত প্রতীকী ব্লাক-আউট করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
১০