নাটোরে গণহত্যা দিবস পালন

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:৫৪
নাটোরে গণহত্যা দিবস পালিত। ছবি: বাসস

নাটোর, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদায় নাটোরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল দশটায় শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী, মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মোঃ ফরিদ, জেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল, শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে।

পরে শিক্ষার্থীদের জন্যে তথ্য অফিস প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

এছাড়া জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। 

গণহত্যা দিবস উপলক্ষে ফুলবাগান বধ্যভূমিতে আজ সকাল সাড়ে নয়টায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন। 

বাদ যোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হয়েছে। 

রাত দশটা ৩০ মিনিটে এক মিনিটের জন্যে কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যতীত প্রতীকী ব্লাক-আউট করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জের হাওরে চলছে ধান কাটার উৎসব
একশ নারী আসনে সরাসরি নির্বাচন দাবি এনসিপি’র
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে 
বিরামপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটার উদ্বোধন
উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা 
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশী চার নারী ক্রীড়াবিদের যোগদান
কুমিল্লায় বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে,দরকার সরকারি সহযোগিতা
তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়
নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
১০