গণহত্যা দিবসে মাগুরায় আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০৯

মাগুরা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে  বেলা ১১ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।মাগুরা জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে বাঙালি জাতির ওপর যে নৃশংসতা চালিয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, যেন কেউ কখনও আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু  জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিরা তার উত্তর দেন।

অনুষ্ঠান শেষে সব শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একশ নারী আসনে সরাসরি নির্বাচন দাবি এনসিপি’র
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে 
বিরামপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটার উদ্বোধন
উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা 
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশী চার নারী ক্রীড়াবিদের যোগদান
কুমিল্লায় বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে,দরকার সরকারি সহযোগিতা
তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়
নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
১০