গণহত্যা দিবসে মাগুরায় আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০৯

মাগুরা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে  বেলা ১১ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।মাগুরা জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে বাঙালি জাতির ওপর যে নৃশংসতা চালিয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, যেন কেউ কখনও আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু  জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিরা তার উত্তর দেন।

অনুষ্ঠান শেষে সব শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০