হত্যা চেষ্টা মামলায় রংপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৬:৫২
রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীন। ছবি: বাসস

রংপুর, ২৫  মার্চ, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বাসস-কে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এর আগে, সোমবার দিবাগত রাতে রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করা হয়।

তিনি রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।

সাফিউর রহমান স্বাধীন দু’বছর আগে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় মহানগর ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরিতে যোগদান করেন। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যা চেষ্টা মামলা রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর টাউন হল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হামলায় অনেকের সঙ্গে আহত হন নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত বছরের ৭ নভেম্বর সাফিউর রহমান স্বাধীনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আতাউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া স্বাধীন হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। গত সরকারের পতনের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিএসবি’র নতুন নেতৃত্ব: প্রেসিডেন্ট হোসেন সাদাত
ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি 
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
১০