রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপনের কর্মসূচি 

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:২৫ আপডেট: : ২৫ মার্চ ২০২৫, ১৭:৪৪

রংপুর, ২৫ মার্চ, ২০২৫ (বাসস): বিভাগীয় নগরী রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামীকাল প্রত্যুষে রংপুর পুলিশলাইন্স মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।

সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সময়ে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা/মুক্তিযুদ্ধকালীন শহীদ পরিবার/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন করা হবে। বেলা ১১টা ৩০ মিনিটে একই স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পর্যায়ের স্ব-স্ব প্রতিষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে নির্ধারিত সময়ে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এ ছাড়াও জেলার সব মসজিদে বাদ জোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
মাংস আমদানির কথা ভিত্তিহীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অস্থির বিশ্বে চীন-রাশিয়া সম্পর্ক 'সবচেয়ে স্থিতিশীল': সি
১০