ফেনীতে গণহত্যা দিবস পালিত 

বাসস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২০:০৭
আজ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত। ছবি : বাসস

ফেনী, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ফেনী সরকারী কলেজের বধ্যভূমিতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মন্জুর আহসান, জামায়াতে ইসলামী মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার ভূঁইয়া, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জিতু, প্রানিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুলফিকার আলি ভুট্টো প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয়মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালে দলমত নির্বিশেষে সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলো, একটি বৈষম্যহীন দেশ গড়ার অঙিকার নিয়ে এ দেশের স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিলো। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে সবার সমান অধিকার।”

এরআগে, দিবসের শুরুতে সকালে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, ফেনী পৌরসভা, সদর উপজেলা পরিষদ-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০