ফেনী, ২৫ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ফেনী সরকারী কলেজের বধ্যভূমিতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মন্জুর আহসান, জামায়াতে ইসলামী মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার ভূঁইয়া, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জিতু, প্রানিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুলফিকার আলি ভুট্টো প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয়মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালে দলমত নির্বিশেষে সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলো, একটি বৈষম্যহীন দেশ গড়ার অঙিকার নিয়ে এ দেশের স্বাধীনতাকামী মানুষ যুদ্ধ করেছিলো। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে সবার সমান অধিকার।”
এরআগে, দিবসের শুরুতে সকালে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, ফেনী পৌরসভা, সদর উপজেলা পরিষদ-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।