চুয়াডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১২:১৬ আপডেট: : ০১ এপ্রিল ২০২৫, ১২:৫৪
চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সকাল ৯ টায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প । ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১ এপ্রিল ২০২৫ (বাসস): দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প আজ জেলা সদরের ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের ( পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা: আলমগীর হোসেন জনির উদ্যোগে এই ক্যাম্প আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সকাল ৯ টায় দিনব্যাপি এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়।  বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্প সবার জন্য উন্মুক্ত।

সারাদিনে এখানে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

ডা. আলমগীর হোসেন জনি বাসসকে বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান। ঈদের ছুটিতে বাড়ি এসে আমার বন্ধুদের নিয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। ২০২২ সাল থেকে প্রতিবছর ঈদের পরদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবছর চতুর্থ  বারের মত এ আয়োজন। এখানে যে সব রোগী চিকিৎসা নিতে আসেন তাদের ট্রমা বা আঘাতজনিত যে কোন সমস্যা, ঘাড়, কোমর ও হাঁটুর যে কোন ধরনের জটিল সমস্যার সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, ওষুধ ও ইনজেকশন দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আমার সাথে চিকিৎসায়  সহযোগিতা করছেন আমার বন্ধু ডা. সউদ মালিক জন ও ডা. রিয়াসাদ জামান তুলন। 

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা  জেলা সদরের গুলমানপাড়ার আবু জাফর মন্টু বলেন , ফ্রি মেডিক্যল ক্যাম্প একটি মহতি উদ্যোগ । এখানে অনেক অসহায় নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। এলাকার সব চিকিৎসক যদি ডা: জনির মত বছরে একবার করে ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে তবে জেলাবাসী উপকৃত হবে।  

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০