সুনামগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৭:৩২
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার শান্তিগঞ্জের পল্লীতে ধান শুকানোর খলা তৈরীকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মহিবুর রহমান মানিক (৩৫), কামাল হোসেন (২৮), শাহীন (৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২), শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০) ও শফিক আলী (৫০)কে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ  ও স্থানীয়রা জানান, বছর খানেক ধরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শাহ আলম ও জাকির হোসেনের মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে জাকির হোসেনের লোকজন ধান শুকানোর জন্য খলা তৈরী করার সময় প্রতিপক্ষ বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত: ২০ জন আহত হন। 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সংঘর্ষ কবলিত  রঘুনাথপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০