নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর বগুড়ার শতবর্ষী প্রাথমিক বিদ্যালয় মাঠ

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
ছবি : বাসস

বগুড়া, ১ এপ্রিল, ২০২৫ (বাসস) : নবীন-প্রবীণ মিলিয়ে ছয় শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলার  গাবতলী পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। ঈদুল ফিতরের পরের দিন সবার ছুটি থাকায় আজ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনীর আয়োজন করে। 

‘শিক্ষার প্রাঙ্গণে স্মৃতির দেখা, প্রজন্মে প্রজন্মে বন্ধনের রেখা’ স্লোগান নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন, প্রাক্তন শিক্ষার্থী ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির শাহীন, প্রাক্তন শিক্ষার্থী শাহজাহান আলী খন্দকার, নুরুল ইসলাম, আলহাজ্ব জালাল উদ্দিন, সাজেদুর রহমান মোহন, ফয়জুর রহমান ফারুক, তারিকুল ইসলাম অরেঞ্জ ও উদ্যাপন কমিটির আহবায়ক শওকত আলী। উল্লেখ্য ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি শুধু পদ্মপাড়া নয়, আশেপাশের গ্রামেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন।

১৯৪৬ সালের শিক্ষার্থী মাহবুবুর রহমান, ১৯৫৫ সালের সালের শিক্ষার্থী শাহজাহান আলী খন্দকারসহ সদ্য পাশ করে বের হয়ে যাওয়া শিক্ষার্থীরাও এ মিলন মেলায় যোগ দেন। তারা জানান, এমন আয়োজনে তারা যেন বিদ্যাপিঠের সেই পুরোনো দিনগুলোতে ফিরে গেছেন। 

প্রধান অতিথি বলেন, এখানে সবাই স্কুলের ছাত্র। জীবনের প্রথম বিদ্যাপিঠ জ্ঞানার্জনের সূতিকাগার। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুধু পদ্মপাড়া নয়, আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষদেরও শিক্ষার আলোয় আলোকিত করছে ।

অনুষ্ঠানের সভাপতি আতিকুর রহমান রুমন বলেন, নবীন-প্রবীণের এই মিলন মেলায় সবার সাথে পরিচিত হওয়ার মধ্যে দিয়ে নিজেদের মধ্যে নতুন এক ঐক্য গড়ে উঠবে। তিনি প্রতিষ্ঠানসহ গ্রাম এবং গোটা গাবতলীকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সারাদিনব্যাপী এ অনুষ্ঠানে স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০