মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় ময়লার ভাগাড় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৫২
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন । ছবি: পিআইডি

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জীবনযাত্রার মানউন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় ময়লার ভাগাড় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলসহ কোনো জায়গায়ই কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে অচিরেই পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধে নির্দেশ দেয়া হবে।’

তিনি বলেন, ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না। পরিবেশ অধিদপ্তর ব্যাটারি কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগ পাওয়া গেলে আবারও ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে উপদেষ্টা আরো বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ একটি স্বাস্থ্যঝুঁকির রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে  সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং নিয়ম ভাঙলে জরিমানার কার্যকর প্রয়োগ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা পর্যায়ক্রমে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল, যাত্রাবাড়ীর সামাদনগর, নরসিংদী রোড, চিটাগং রোড, কাচপুর, যাত্রাবাড়ী, শরীফপাড়াসহ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বায়ুদূষণ প্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

তিনি পরিদর্শিত এলাকাগুলোতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয়রা দূষণের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার  ভুগছেন একথাও জানান।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে আসছেন স্থানীয় এলাকাবাসী। সেইসঙ্গে স্বাস্থ্য সুরক্ষায় এখানে ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ারও জোর দাবি তাদের। তিনি উপস্থিত সবাইকে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ) রুবিনা ফেরদৌসী ও বন অধিদপ্তরের বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম
গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ঢাকায় গ্রেফতার
এফবিজেএ-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
জবি শিক্ষক সমিতির ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা
নিরাপত্তা উদ্বেগ নিরসনে বিমসটেক-ইউএনওডিসির মধ্যে সমঝোতা স্মারক সই
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা প্রশাসনের
গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ তথ্য উপদেষ্টার
জবির ‘বি’ ইউনিটের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমার ভূমিকম্পে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে
১০