চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার ৫

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৬:৪৭ আপডেট: : ০৫ এপ্রিল ২০২৫, ১৭:২১
আজ চট্টগ্রামে মহানগরীর পতেঙ্গা বিমানবন্দর এলাকায় অবৈধ স্বর্ণসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ছবি: বাসস

চট্টগ্রাম, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা বিমানবন্দর এলাকায় গাড়ি তল্লাশি করে এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, মোবাইল ফোন, ল্যাপটপ, সিগারেটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও মালামালের বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ গাড়ি তল্লাশি করে এসব স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা থানার এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। 

ওসি জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- এক কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের চকরিয়া উপজেলার পালাকাটা খন্দকার পাড়ার তৌফিকুর রহমান সোহাগ (৩৭), একই গ্রামের আকিদুল আলম শান্ত (২২), চকরিয়ার বড়ইতলি ওসমানের বাড়ির হাসান মুরাদ (২৪), চকরিয়া উপজেলার পালাকাটা খন্দকার পাড়ার নাইমুল হক (২০) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার মনির আহমেদ (৪৮)।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘চেকপোস্টে গাড়ি তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় প্রথমে চার জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মনির আহমেদকে এয়ারপোর্টের সামনে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০