ঈদের পর রংপুর বিভাগের মানুষ নিরাপদে ঢাকায় ফিরছেন

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৭:২২
হাইওয়ে পুলিশের বিশেষ পদক্ষেপ গ্রহণে রংপুর বিভাগের মানুষ নিরাপদে রাজধানীতে ফিরছেন। ছবি: বাসস

রংপুর, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : হাইওয়ে পুলিশের বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে ঢাকা থেকে ঈদ উদযাপন করতে আসা রংপুর বিভাগের মানুষ নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরছেন।

বাসসের সাথে আলাপকালে হাইওয়ে পুলিশের রংপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বগুড়া-রংপুর-সৈয়দপুর-দশমাইল-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের ২৫০ কিলোমিটার অংশ এবার যানজট এবং অপরাধমুক্ত।

তিনি বলেন, ‘রংপুর বিভাগের যাত্রীদের যানজটমুক্ত এবং নিরাপদ পরিবেশে ঢাকায় ফেরার জন্য ৪ এপ্রিল থেকে একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের কারণে এটি সম্ভব হয়েছে।’

এর আগে, সকলের সহযোগিতায় হাইওয়ে পুলিশ পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা থেকে রংপুর বিভাগে আসা যাত্রীদের নিরাপদ ও যানজটমুক্ত ভ্রমণের জন্য ভাল ব্যবস্থা করেছিল।

ঈদের পর, যেসব এলাকায় বেশি যাত্রী বাসে উঠানামা করবেন, সেই সব এলাকায় অতিরিক্ত টহল ও পিকেট ডিউটি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় মহাসড়কের এই ২৫০ কিলোমিটার এলাকা জুড়ে দশমাইল, সৈয়দপুর, তারাগঞ্জ, পাগলাপীর, বড়দরগাহ, শঠিবাড়ি, মিঠাপুকুর, পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জের ব্যস্ততম এবং জনবহুল এলাকায় পর্যাপ্ত কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছেন।

এই সমস্ত প্রধান স্টেশনগুলিতে আন্তঃজেলা এবং লম্বা রুটের দিবা-রাত্রির কোচের টিকিট কাউন্টার পুনর্বিন্যাস করা হয়েছে,যাতে যাত্রীরা খুব অল্প সময়ের মধ্যে বাসে উঠতে পারেন এবং বাসগুলো সরাসরি ঢাকার পথে ছেড়ে যেতে পারে।

হাইওয়ে পুলিশের এসপি বলেন, ‘আমি প্রতিটি স্থানে পুলিশ ডিউটি তদারকি করছি।’

তিনি গতকাল রাতে গোবিন্দগঞ্জ বাজার এলাকায় যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ঈদ-পরবর্তী যাত্রায় তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চেয়েছেন।

এই ঈদ যাত্রায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশের নেতৃত্বে সশস্ত্র বাহিনী মহাসড়কে বেশ সক্রিয় ছিল এবং জেলা পুলিশও সহযোগিতা করেছে।

তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশের তৎপরতার কারণে, ঈদের পর গত তিন দিনে মহাসড়কে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনা খুবই কম ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘হাইওয়ে পুলিশের রংপুর আঞ্চলিক কার্যালয়ের একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যাত্রীদের উপর ক্রমাগত নজর রাখছে এবং যেকোনো স্থান থেকে খবর পাওয়ার সাথে সাথে যানজট নিরসনের পদক্ষেপ নিচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
১০