সাতক্ষীরা সীমান্তে মাদকসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

সাতক্ষীরা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় আজ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, কালিয়ানী, কুশখালি, কাকাডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল কানপাড়া নামক সীমান্ত এলাকা থেকে ভারতীয় তিন বোতল নেশা জাতীয় উইন কোরেক্স সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় রাসেল নামের একব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল (২০) সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের বাসিন্দা। 

এছাড়াও, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা সীমান্ত থেকে ১০০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেট, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁন্দা নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল দাসপাড়া সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল নাপিতঘাটা সীমান্ত থেকে ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা নামক স্থান হতে ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য তিনলাখ ৬১ হাজার সাতশ’ টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে আটক আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
১০