সাতক্ষীরা সীমান্তে মাদকসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

সাতক্ষীরা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় আজ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, কালিয়ানী, কুশখালি, কাকাডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল কানপাড়া নামক সীমান্ত এলাকা থেকে ভারতীয় তিন বোতল নেশা জাতীয় উইন কোরেক্স সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় রাসেল নামের একব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল (২০) সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের বাসিন্দা। 

এছাড়াও, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা সীমান্ত থেকে ১০০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেট, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁন্দা নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল দাসপাড়া সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল নাপিতঘাটা সীমান্ত থেকে ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা নামক স্থান হতে ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য তিনলাখ ৬১ হাজার সাতশ’ টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে আটক আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০