কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:১৭
শনিবার কিশোরগঞ্জে হাওড়ের ধান ক্ষেত পরিদর্শন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই। 

আজ শনিবার জেলার হাওর উপজেলা অষ্টগ্রামে এক কৃষক সমাবেশে এ কথা বলেন তিনি।

ভূমি উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। এবার হাওরসহ সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য  উদ্বৃত্ত হবে দেশ। 

উপদেষ্টা আরও বলেন,  কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার জিরাতিদের কাছে তাদের সমস্যাগুলো জানতে চান।  বেশ কয়েকজন জিরাতি, তাদের সেচ সমস্যা, রাস্তাঘাটের সঙ্কট, খাওয়ার পানির অভাব নিয়ে কথা বলেন। তখন জেলা প্রশাসককে সমস্যাগুলো  দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে কৃষক সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান, অষ্টগ্রাম উপজেলা  কৃষি কর্মকর্তা  অভিজিত সরকার।

সভা শেষে উপদেষ্টা হাওরের বিভিন্ন বোরো ক্ষেত ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল : ধর্ম উপদেষ্টা
সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সুপারিশ
স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক মহাপরিচালক জোবায়েরের ২৬ লাখ টাকা অবরুদ্ধ
মিরাজের ঘূর্ণিতে ২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা : সিপিডি
চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩
বৈষম্যবিরোধীদের ওপর হামলা মামলা: কুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে প্রেরণ
এনএসআইয়ের সাবেক ডিজির ব্যাংক হিসাব জব্দের আবেদন দুদকের
বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই ও ওজনে কম দেওয়ায় জরিমানা
সাতক্ষীরায় বজ্রপাতে এক নারী শ্রমিকের মৃত্যু
১০