হবিগঞ্জে ব্রি- ৯৬ জাতের ধানের মাঠ দিবস 

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:২২
শনিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল হাওরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

হবিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার বানিয়াচং উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধান ব্রি-৯৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে বানিয়াচং উপজেলার কাটখাল হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের-প্রজনন বিভাগের প্রধান ড. পার্থসারতী বিশ্বাস, হবিগঞ্জ আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হীরেন্দ্র নাথ বর্মণ, জাফর ইকবাল চৌধুরী, কৃষক উসমান মিয়া, আব্দুল আওয়াল প্রমুখ।

সভায় জানানো হয়, বিঘা জমিতে ২২ থেকে ২৫ মন নতুন জাতের ধান ব্রি-৯৬ ধান উৎপাদিত হয়েছে। এ ছাড়া আগাম বন্যা ও চৈত্রের ঢল থেকে এ ধান সুরক্ষিত থাকে বলে জানানো হয়। পাশাপাশি বৈশাখের অনেক আগেই এই জাতের ধান পরিপক্ক হওয়ার কারনে কৃষকরা চৈত্রের শেষদিকেই এ ধান কর্তন করতে পারেন।

মাঠ দিবসে জানানো হয়, চলতি বছর জেলায় ৮ শতাধিক কৃষক এ জাতের ধান রোপন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০