হবিগঞ্জে ব্রি- ৯৬ জাতের ধানের মাঠ দিবস 

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:২২
শনিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল হাওরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

হবিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার বানিয়াচং উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধান ব্রি-৯৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে বানিয়াচং উপজেলার কাটখাল হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের-প্রজনন বিভাগের প্রধান ড. পার্থসারতী বিশ্বাস, হবিগঞ্জ আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হীরেন্দ্র নাথ বর্মণ, জাফর ইকবাল চৌধুরী, কৃষক উসমান মিয়া, আব্দুল আওয়াল প্রমুখ।

সভায় জানানো হয়, বিঘা জমিতে ২২ থেকে ২৫ মন নতুন জাতের ধান ব্রি-৯৬ ধান উৎপাদিত হয়েছে। এ ছাড়া আগাম বন্যা ও চৈত্রের ঢল থেকে এ ধান সুরক্ষিত থাকে বলে জানানো হয়। পাশাপাশি বৈশাখের অনেক আগেই এই জাতের ধান পরিপক্ক হওয়ার কারনে কৃষকরা চৈত্রের শেষদিকেই এ ধান কর্তন করতে পারেন।

মাঠ দিবসে জানানো হয়, চলতি বছর জেলায় ৮ শতাধিক কৃষক এ জাতের ধান রোপন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
হবিগঞ্জে ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ের আহ্বান বিএনপির
মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান
হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ
খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
১০