ঈদের ছুটিতে সিলেটে ২৮৭টি নরমাল ডেলিভারি

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২১:৪৬
ছবি : সংগৃহীত

সিলেট, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : এবারের ঈদের ছুটিতে সিলেট অঞ্চলে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। চার জেলার ১৫০টি কেন্দ্রে সাত দিনে ২৮৭টি নরমাল ডেলিবারি হয়েছে।

এমনটা জানিয়েছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্।

তিনি জানান, ২৮ মার্চ থেকে সরকারি ছুটি থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের অধীন জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু ছিল। এই সময়ে বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ২৮৭টি স্বাভাবিক সন্তান প্রসব, ৭৩৯ জন মা-কে গর্ভকালীন সেবা, ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী, ৫ বছরের নিচে শিশু ও সাধারণ রোগীদেরকে সেবা প্রদান করা হয়েছে। 

সিলেট বিভাগের চার জেলার সব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সবাইকে এই সাত দিন বিশেষ পর্যবেক্ষণ করতে হয়েছে।

জানা গেছে, সিলেট বিভাগে চারটি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ের যথাক্রমে সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬টি, মৌলভীবাজারে ২৭টি ও হবিগঞ্জে ৪২টিসহ বিভাগে মোট ১৫০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে সিআইডির মামলা
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
হবিগঞ্জে ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ের আহ্বান বিএনপির
মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান
হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ
খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
১০