সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫০

সিরাজগঞ্জ, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার রায়গঞ্জে গতকাল সন্ধায় মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম ও অপর জন সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ ২ যাত্রী নিহত হন। এতে আহত হন অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী। আহতদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অন্য ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য  শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০