সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫০

সিরাজগঞ্জ, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার রায়গঞ্জে গতকাল সন্ধায় মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম ও অপর জন সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ ২ যাত্রী নিহত হন। এতে আহত হন অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী। আহতদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অন্য ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য  শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম
গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ঢাকায় গ্রেফতার
এফবিজেএ-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
জবি শিক্ষক সমিতির ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা
নিরাপত্তা উদ্বেগ নিরসনে বিমসটেক-ইউএনওডিসির মধ্যে সমঝোতা স্মারক সই
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা প্রশাসনের
গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ তথ্য উপদেষ্টার
জবির ‘বি’ ইউনিটের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমার ভূমিকম্পে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে
১০