সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৫:২৯
সাতক্ষীরায় একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় গতরাতে ডিবি’র অভিযানে বিপুল পরিমান ভেজাল দুধ ও ঘিসহ ভেজাল চক্রের ২ সদস্যকে আটক করা হয়। ছবি : বাসস

সাতক্ষীরা , ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গতরাতে বিপুল পরিমান ভেজাল দুধ ও ঘিসহ ভেজাল চক্রের ২ সদস্যকে আটক করেছে।

 এসময় জব্দ করা হয় ৩০০ লিটার ভেজাল তরল দুধ ও ২০ লিটার ভেজাল ঘিসহ ক্রিম, সোডা, কাস্টিক, সয়াবিন তেল, পামওয়েল, জেলী ও দুধ তৈরির মেশিন। রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় একটি চক্র ভেজাল দুধ ও ঘি তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তি শনিবার রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩০০ লিটার ভেজাল তরল দুধ ও ২০ লিটার ভেজাল ঘিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় এ চক্রের অন্যতম সদস্য কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ এসব বিষয় স্বীকার করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
১০