সাতক্ষীরায় ভেজাল দুধ ও ঘিসহ আটক

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৫:২৯
সাতক্ষীরায় একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় গতরাতে ডিবি’র অভিযানে বিপুল পরিমান ভেজাল দুধ ও ঘিসহ ভেজাল চক্রের ২ সদস্যকে আটক করা হয়। ছবি : বাসস

সাতক্ষীরা , ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গতরাতে বিপুল পরিমান ভেজাল দুধ ও ঘিসহ ভেজাল চক্রের ২ সদস্যকে আটক করেছে।

 এসময় জব্দ করা হয় ৩০০ লিটার ভেজাল তরল দুধ ও ২০ লিটার ভেজাল ঘিসহ ক্রিম, সোডা, কাস্টিক, সয়াবিন তেল, পামওয়েল, জেলী ও দুধ তৈরির মেশিন। রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষ।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের একটি দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় একটি চক্র ভেজাল দুধ ও ঘি তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তি শনিবার রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩০০ লিটার ভেজাল তরল দুধ ও ২০ লিটার ভেজাল ঘিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় এ চক্রের অন্যতম সদস্য কমল ঘোষ ও তার ভাই দিলীপ ঘোষকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ এসব বিষয় স্বীকার করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন 
তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক
মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে অটো চাপায় এক নারীর মৃত্যু 
নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া
নারীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০