চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল থেকে

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:০৬ আপডেট: : ০৬ এপ্রিল ২০২৫, ১৮:১৮
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর লেভেল-১ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা গত ০১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ অনুষ্ঠিত হয় এবং ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে লেভেল-১ স্নাতক কোর্সের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম পর্যায়ের (ক-গ্রুপ মেধাক্রম ১-১৫০০, খ-গ্রুপ মেধাক্রম ১-১০০ ও সংরক্ষিত আসন- পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠী বা উপজাতি মেধাক্রম ১-২১) ভর্তি প্রক্রিয়া ০৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ভর্তি কার্যক্রম চলবে। প্রার্থীকে অবশ্যই নির্ধারিত দিনে সশরীরে ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। প্রার্থী উপস্থিত না হলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। 

ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও ১ম পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং তদনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১৩ এপ্রিল, ২০২৫ এর মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েব সাইটে (https://admissioncuet.ac.bd) দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
১০