চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে মা- ছেলেসহ  কন্যাশিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৪:২২

চাঁদপুর, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এসব ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্বজনদের সাথে কথা বলে জানাগেছে, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে হাওলাদার বাড়িতে, বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে খাদিজা দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামে বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউ সাঁতার জানতো না। এরমধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। ছোট ছেলে আবু বকর (৭) এর জন্য পানিতে ডুব দেয়ার পরে দুজনে পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জালাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা-ছেলে কে মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছে । তাদের বাড়ি ফরিদপুর। স্বামী লোকমান সহ ঢাকায় থাকেন। আজকে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।

অপরদিকে পার্শবর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে দশটার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় মাকসুদা (২) নামে কন্যাশিশু। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। ওই শিশুর পিতার নাম মো. ফজলুর রহমান।

জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এই বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা রজু করা হবে।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০