চাঁদপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে মা- ছেলেসহ  কন্যাশিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৪:২২

চাঁদপুর, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এসব ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্বজনদের সাথে কথা বলে জানাগেছে, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে হাওলাদার বাড়িতে, বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে খাদিজা দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামে বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউ সাঁতার জানতো না। এরমধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। ছোট ছেলে আবু বকর (৭) এর জন্য পানিতে ডুব দেয়ার পরে দুজনে পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জালাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা-ছেলে কে মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছে । তাদের বাড়ি ফরিদপুর। স্বামী লোকমান সহ ঢাকায় থাকেন। আজকে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।

অপরদিকে পার্শবর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে দশটার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় মাকসুদা (২) নামে কন্যাশিশু। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। ওই শিশুর পিতার নাম মো. ফজলুর রহমান।

জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এই বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা রজু করা হবে।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
১০