নড়াইলে হত্যা মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
ছবি : বাসস

নড়াইল, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে হত্যার দায়ে ইলিয়াস সরদার (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড  ও  ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ শারমিন নিগার বুধবার বেলা ১১টার দিকে এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইলিয়াস সর্দার খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে।রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াস সরদার মোবাইল ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।ওই রাতে আহাদ মল্লিক বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করে পরের দিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের একটি পাট ক্ষেতে দেখতে পান।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।এ সময় নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং গলায় কালো দাগ দেখতে পায় পুলিশ।এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদি হয়ে আইচপাড়া গ্রামের শাহাদাত মল্লিকের চার ছেলে জুয়েল মল্লিক, সোহেল মল্লিক, সাজেল মল্লিক ও টুয়েল মল্লিক এবং খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে ইলিয়াস সরদারকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক খান মাহবুবুর রহমান আসামি ৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।বাকি ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০