মাগুরা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে জেলা সদর উপজেলায় পাট ও আউশ ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস, উপজেলা সদরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব মো. হুমায়ুন কবির।
এবারের কর্মসূচিতে জেলার সদর উপজেলার ১৬৮০ জন পাট চাষীকে ১৬৮০ বিঘা জমির জন্য এক কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়েছে। পাশাপাশি ১২৫০ জন আউশ ধান চাষীকে ১২৫০ বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষকরা সরকারের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।