চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে নারী ও শিশুসহ নিহত ৩

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:০৬

চাঁদপুর , ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) :  চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক দুই ঘটনায় পুকুরে ডুবে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

সকাল দশটার দিকে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে হাওলাদার বাড়িতে দুই সন্তানসহ গোসল করতে পুকুরে নামেন খাদিজা আক্তার (৩০) । কেউই সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যান খাদিজা ও তার ছোট ছেলে আবু বকর (৭)।

তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল-উর রহমান।

অপরদিকে, বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় মাকসুদা (২) নামে এক শিশু। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বাসস’কে জানান, এই বিষয়ে পৃথক দু’টি অপমৃত্যুর মামলা রজু করা হবে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০