হবিগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৭

হবিগঞ্জ, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় সাবু মিয়া হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে  প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক একেএম কামাল উদ্দিন এ  আদেশ প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো,  জেলার মাধবপুর উপজেলায় মুরাদপুর গ্রামের মারাজ মিয়ার ছেলে সোলেমান মিয়া (৫০) মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া(৪০) একই উপজেলার চান্দুরা গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া (৪৫)ও আব্দুল মৌলার ছেলে আবুল মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৯ সালের ১২ এপ্রিল আসামীরা সাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । পরদিন ১৩ এপ্রিল স্থানীয় বিশ্বম্ভপুর হাওরে সাবু মিয়ার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনার পর ১৪ এপ্রিল নিহত সাবু মিয়ার ভাই হাফিজ মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরে মামলার সংশ্লিষ্ট আইও তদন্ত করে ৫ জনের বিরুদ্ধ আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ বিচারক আসামীদের উপস্থিতিতে ৪ জনের মৃত্যুদন্ড প্রদান করেন এবং অপর আসামী মারাজ মিয়া রায়ের পূর্বে  স্বাভাবিক মৃত্যুবরণ করায় তাকে রায়ে বেকসুর খালাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০