কুমিল্লা শিক্ষা বোর্ডে বেড়েছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৬:০৯
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৯ এপ্রিল, ২০২৫(বাসস): কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। বোর্ডে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী এসএসসিতে অংশগ্রহণ করছে না। আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এ নিয়ে সকল প্রস্তুত্তি সম্পন্ন  হয়েছে বলে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড। এবার বোর্ডের ৬ জেলার ২৭৩ কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী আছে ২৬ হাজার ২১৫ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মেয়ে ৯৯ হাজার ৫৩০ জন আর ছেলে ৭০ হাজার ১৫০ জন। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী ২৯ হাজার ৩৮০ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ হাজার ৬৬২ জন।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৫ হাজার ৯৩২ জন। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছিল ২ লাখ ৯ হাজার ৩৩৭ জন। পরীক্ষায় অংশ নেয়নি ৫৩ হাজার ৪০৫ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৭৪৮ জন। এবারও ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী বেশি। লেখাপড়ায় ছেলেরা পিছিয়ে পড়ছে।

কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী আরিয়ান আব্দুল্লাহ বলেন, দেশের রাজনৈতিক একাধিক প্রেক্ষাপটে শেষ দিকে বিদ্যালয়ে ক্লাস চালু না থাকলেও পরবর্তীতে শিক্ষকের সহায়তায় পরীক্ষার প্রস্তুতি ভালোভাবেই সম্পন্ন করেছি। আশা করি পরীক্ষা ভালই হবে।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, দেশের পরিস্থির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সবাই মিলে আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করি পরীক্ষার্থীরা ভাল ফলাফল করবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, আগামীকাল ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। কুমিল্লা বোর্ড একটি নকলমুক্ত পরিবেশে সুষ্ঠ, সুন্দর শৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ করেছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রশ্ন চলে গেছে। কেন্দ্র সচিবদের সাথে সভা হয়েছে। 

আইনশৃঙ্খলার বিষয়সহ যাবতীয় কাজ শেষ করে একটি সুন্দর পরিবেশে আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে নিবিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে জেলা প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোর দার করেছে। কেন্দ্রের ২শ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কোচিং সেন্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় এবার ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা  
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক
স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সরকার কাজ করছে : এলজিআরডি উপদেষ্টা
৩ মামলা থেকে অব্যাহতি পেলেন চসিক মেয়র 
আমরা আশা করছি দ্রুত সময়ে মধ্যে ন্যায়বিচার পাবো : নাহিদ ইসলাম
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
১০