যশোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু  

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৪০

যশোর, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ যশোর-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার রূপসা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উর্মি খাতুন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। 

নিহত উর্মি খাতুন যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং সদর উপজেলার ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক পারাপার হচ্ছিল ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী উর্মি খাতুন। এসময় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উর্মি খাতুন গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। 

সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০