যশোর, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ যশোর-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার রূপসা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উর্মি খাতুন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত উর্মি খাতুন যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং সদর উপজেলার ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক পারাপার হচ্ছিল ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী উর্মি খাতুন। এসময় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উর্মি খাতুন গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।