দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

দিনাজপুর, ৯ এপ্রিল, ২০২৪ (বাসস) : জেলার চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কে  আজ সড়ক দুর্ঘটনায় একজন নিহতএবং ১জন  আহত হয়েছেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর  দশমাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মোঃ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বুধবার বিকেলে সাড়ে ৩ টায় দিনাজপুর-রংপুর মহা-সড়কের চিরিরবন্দর উপজেলার রামডুবি হাট মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে এ দু'র্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন, জেলার চিরিরবন্দর উপজেলার  সাতনালা ইউপির সাতনালা গ্রামের মোঃ নজরুল হক এর পুত্র রেফায়েত হক বাঁধন (৩৫)। আহত ব্যক্তি হলেন মৃত্যু ব্যক্তির ছোট ভাই প্লাবন হক(৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা দুই ভাই চিরিরবন্দর উপজেলার নিজ বাড়ির থেকে আজ বুধবার বিকেলে সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর কারনে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক পিছনের চাকার নিচে পিষ্ট প্রাণ হারান। অপর জন মোটর- সাইকেল আরোহী গুরুতর আহত হয়। 

দশমাইল হাইওয়ে থানা অফিসার ওসি পরিদর্শক  মোঃ ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের আপত্তি না থাকায়, ময়না তদন্ত ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহি ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে । এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০