দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

দিনাজপুর, ৯ এপ্রিল, ২০২৪ (বাসস) : জেলার চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কে  আজ সড়ক দুর্ঘটনায় একজন নিহতএবং ১জন  আহত হয়েছেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর  দশমাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মোঃ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বুধবার বিকেলে সাড়ে ৩ টায় দিনাজপুর-রংপুর মহা-সড়কের চিরিরবন্দর উপজেলার রামডুবি হাট মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে এ দু'র্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন, জেলার চিরিরবন্দর উপজেলার  সাতনালা ইউপির সাতনালা গ্রামের মোঃ নজরুল হক এর পুত্র রেফায়েত হক বাঁধন (৩৫)। আহত ব্যক্তি হলেন মৃত্যু ব্যক্তির ছোট ভাই প্লাবন হক(৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা দুই ভাই চিরিরবন্দর উপজেলার নিজ বাড়ির থেকে আজ বুধবার বিকেলে সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর কারনে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক পিছনের চাকার নিচে পিষ্ট প্রাণ হারান। অপর জন মোটর- সাইকেল আরোহী গুরুতর আহত হয়। 

দশমাইল হাইওয়ে থানা অফিসার ওসি পরিদর্শক  মোঃ ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের আপত্তি না থাকায়, ময়না তদন্ত ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহি ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে । এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০