দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

দিনাজপুর, ৯ এপ্রিল, ২০২৪ (বাসস) : জেলার চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কে  আজ সড়ক দুর্ঘটনায় একজন নিহতএবং ১জন  আহত হয়েছেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর  দশমাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মোঃ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বুধবার বিকেলে সাড়ে ৩ টায় দিনাজপুর-রংপুর মহা-সড়কের চিরিরবন্দর উপজেলার রামডুবি হাট মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে এ দু'র্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন, জেলার চিরিরবন্দর উপজেলার  সাতনালা ইউপির সাতনালা গ্রামের মোঃ নজরুল হক এর পুত্র রেফায়েত হক বাঁধন (৩৫)। আহত ব্যক্তি হলেন মৃত্যু ব্যক্তির ছোট ভাই প্লাবন হক(৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা দুই ভাই চিরিরবন্দর উপজেলার নিজ বাড়ির থেকে আজ বুধবার বিকেলে সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর কারনে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক পিছনের চাকার নিচে পিষ্ট প্রাণ হারান। অপর জন মোটর- সাইকেল আরোহী গুরুতর আহত হয়। 

দশমাইল হাইওয়ে থানা অফিসার ওসি পরিদর্শক  মোঃ ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের আপত্তি না থাকায়, ময়না তদন্ত ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহি ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে । এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০