চট্টগ্রামে ইসরাইল বিরোধী বিক্ষোভ থেকে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার ৮

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

চট্টগ্রাম, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে হওয়া বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় দু’দিনে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এসব হামলা ও ভাংচুরের ঘটনায় নগরীর চারটি থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

বুধবার (৯ এপ্রিল) নগর পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে আটজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় আনুমানিক ৬০০-৭০০ জনের একটি মিছিল নগরের জামালখান থেকে চকবাজারের দিকে যাওয়ার পথে কলেজ রোডসহ আশপাশের এলাকায় কয়েকটি রেস্তোরাঁয় ভাঙচুর চালায়। মিছিলকারীরা রেস্তোরাঁ থেকে কোকাকোলা ও পেপসির বোতল বের করে রাস্তায় প্রকাশ্যে ভাঙচুর করে। এ ঘটনায় চকবাজার থানা পুলিশ ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।

অন্যদিকে, একই ঘটনায় গতকাল মঙ্গলবার পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। একইদিন রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জাহেদ হোসেন অপু (২৮), গোবিন্দ দত্ত (২৫) ও আব্দুল্লাহ আল মারুফ (২১)। এরমধ্যে আবদুল্লাহ আল মারুফ জহুর হকার্স মার্কেটের একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বুধবার বিকেলে জানিয়েছেন, খুলশীর বিভিন্ন স্থানে মিছিল থেকে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়েরে করেছে। ওই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতার অভিযান চলমান আছে।

পাঁচলাইশ থানার জিইসি এলাকায় একাধিক রেস্তোরাঁ ও হোটেলে গত সোমবার ইসরাইল বিরোধী মিছিল থেকে ভাঙচুর করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার নেই বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০