কক্সবাজারের চকরিয়ায় নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৪ আপডেট: : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

কক্সবাজার,৯ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ভাই-বোন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসঊদ (৫) ও তার ফুপাতো বোন সাবের হোসেনের মেয়ে হুজাইফা জান্নাত (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ ও হুজাইফা বাড়ির অদূরে নদীতে জেগে ওঠা চরে খেলছিল। খেলা শেষে নদীতে গোসল করতে নামলে ড্রেজার দিয়ে বালু তোলার গর্তে ডুবে যায়। বেলা সাড়ে ১১টার দিকে নদীতে দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে মাসঊদ ও হুজাইফাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাড়ির পাশে নদীর চরে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কিছু প্রভাবশালী। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে গেছে, ড্রেজার দিয়ে বালু তোলার স্থানে ছোট-বড় গর্ত দেখা যায়। সেখানে গর্তের পানিতে ডুবে মৃত্যুর হার কয়েক বছর ধরে বেড়েছে। আজও বালু তোলার গর্তে ডুবে দুই শিশু মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০