ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী কারাগারে

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২০:৫৩

ঝালকাঠি, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার বাদী সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায় ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাসিমুল হাসান।

গৃহবধূ সুমাইয়া আক্তার রিমি নলছিটি উপজেলার যুবলীগ কর্মী মামুন হাওলাদারের স্ত্রী ও পৌরসভার অনুরাগ এলাকার জাকির হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার (৬৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করে সুমাইয়া। ওই ঘটনায় মিন্টু মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।  

ইতোমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অভিযোগটি মিথ্যা বলে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ফলে নারী  ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। এতে আদালত সুমাইয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করলে বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে সুমাইয়া। তবে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০