ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী কারাগারে

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২০:৫৩

ঝালকাঠি, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার বাদী সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায় ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাসিমুল হাসান।

গৃহবধূ সুমাইয়া আক্তার রিমি নলছিটি উপজেলার যুবলীগ কর্মী মামুন হাওলাদারের স্ত্রী ও পৌরসভার অনুরাগ এলাকার জাকির হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার (৬৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করে সুমাইয়া। ওই ঘটনায় মিন্টু মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।  

ইতোমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অভিযোগটি মিথ্যা বলে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ফলে নারী  ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। এতে আদালত সুমাইয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করলে বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে সুমাইয়া। তবে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০