সিলেটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:২৬
ছবি : সংগৃহীত

সিলেট, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেটে বাংলা নববর্ষ-১৪৩২ উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বুধবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচি ঠিক করা হয়। কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সিলেটের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- ১৪ এপ্রিল সার্কিট হাউজ থেকে সকাল ৮টায় আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নাগরী চত্ত্বর, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও রিকাবিবাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে শেষ হবে। সকাল ৯টায় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। 

এছাড়া হস্ত ও বস্ত্র শিল্প মেলা এবং নববর্ষ মেলাসহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। 

সভায় জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সব জাতিগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।’

তিনি শোভাযাত্রায় অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানান। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনের বাইরে অতিরিক্ত সামগ্রী বহণ না করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক।

সিলেট মহানগর পুলিশ(এসএমপি) জানিয়েছে, বৈশাখী অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। পোশাক ও সাদাপোশাকে পুলিশের নিরাপত্তাবেষ্টনি জোরদার করা হবে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (এসবি) আফজল হোসেন বাসসকে বলেন, ‘আজ জেলা প্রশাসক কার্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভার দিকনির্দেশনার আলোকে আগামী দু’দিনের মধ্যে এসএমপির সভা অনুষ্ঠিত হবে এবং নববর্ষ উদযাপনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবধরনের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা 
রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
১০