ঝিনাইদহে পাট বীজ ও সার পেলেন ৮০০ কৃষক

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:২২
জেলার সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ । ছবি : বাসস

ঝিনাইদহ, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও  সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এই পাট বীজ ও সার বিতরণ করা হয়। আজ সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এ সার ও বীজ বিতরণ করা হয়। 

সদর উপজেলার বাসিন্দা ৮০০ কৃষকের প্রত্যেককে জনপ্রতি ১ কেজি উন্নতজাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে মোট ৮শ কেজি পাট বীজ ও ৮ মেট্রিক টন সার বিতরণ করা হয়। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাট উৎপাদন বাড়ানো গেলে দেশের অর্থনীতি নতুনভাবে সমৃদ্ধ হবে।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা 
রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে আলোচনায় বসছেন ন্যাটো প্রধানরা
১০