ভোলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:০৭
ছবি : বাসস

ভোলা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭’শ জন পরীক্ষার্থী। 

এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬’শ ৭৮ জন ও দাখিলে ৭ হাজার ৭’শ ৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২’শ ৭৭ জন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে জেলার ৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তর । জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এ বছর ভোলা জেলায় মাধ্যমিকে কেন্দ্র ২৬টি, দাখিলে কেন্দ্র ১৫টি ও ভোকেশনালে কেন্দ্র ৮টি রাখা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এবারের সেই সংখ্যা থেকে ২ হাজার ২’শ ৮০ জন বেশী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। 

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বাসস'কে জানান, নকলমুক্ত পরীক্ষা নেয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি নেয়া আছে। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে বাহিরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নিশ্ছিদ্র  নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা 
রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে আলোচনায় বসছেন ন্যাটো প্রধানরা
১০