ভোলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:০৭
ছবি : বাসস

ভোলা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭’শ জন পরীক্ষার্থী। 

এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬’শ ৭৮ জন ও দাখিলে ৭ হাজার ৭’শ ৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২’শ ৭৭ জন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে জেলার ৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তর । জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এ বছর ভোলা জেলায় মাধ্যমিকে কেন্দ্র ২৬টি, দাখিলে কেন্দ্র ১৫টি ও ভোকেশনালে কেন্দ্র ৮টি রাখা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এবারের সেই সংখ্যা থেকে ২ হাজার ২’শ ৮০ জন বেশী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। 

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বাসস'কে জানান, নকলমুক্ত পরীক্ষা নেয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি নেয়া আছে। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে বাহিরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নিশ্ছিদ্র  নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০