ভোলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:০৭
ছবি : বাসস

ভোলা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭’শ জন পরীক্ষার্থী। 

এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬’শ ৭৮ জন ও দাখিলে ৭ হাজার ৭’শ ৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২’শ ৭৭ জন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে জেলার ৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা দপ্তর । জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এ বছর ভোলা জেলায় মাধ্যমিকে কেন্দ্র ২৬টি, দাখিলে কেন্দ্র ১৫টি ও ভোকেশনালে কেন্দ্র ৮টি রাখা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এবারের সেই সংখ্যা থেকে ২ হাজার ২’শ ৮০ জন বেশী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। 

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বাসস'কে জানান, নকলমুক্ত পরীক্ষা নেয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি নেয়া আছে। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ভিতরে বাহিরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নিশ্ছিদ্র  নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ
১০