সিলেট নগরীর যানজট নিরসনে ৩০টি অটোরিকশা স্ট্যান্ড

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:২৭

সিলেট, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেট নগরীর যানজট নিরসনে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন। নগরীর ৩০টি স্থানে এই স্ট্যান্ড নির্ধারণ করে সিসিক জানিয়েছে, অন্য যতগুলো স্থানে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা হবে তার ব্যাপারে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ৩০টি স্ট্যান্ড নির্ধারণের কথা জানানো হয়।

নির্ধারিত স্ট্যান্ডগুলো হচ্ছে, আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভার্থখলা ক্বীন ব্রিজ সংলগ্ন, বাবলা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্বর, সামাদ চত্বর, শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, শাহপরান মেইন গেইট, মেজরটিলা ইসলামপুর বাজার, বালুচর পয়েন্ট এম.সি কলেজ ছাত্রাবাস সংলগ্ন, কুশিঘাট, সিলেট এম. এ. জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেটের সম্মুখে, ধোপাদিঘীরপাড় এম. এ. জি ওসমানী শিশু উদ্যান, কাজিটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রীজ সংলগ্ন, ভার্থখলা, চন্ডিপুল, সিরামপুর, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ, সিসিক ২৮ নম্বর ওয়ার্ডের মকন দোকান বাজার, শিববাড়ি বাজার।

সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, যত্রতত্র স্ট্যান্ড স্থাপন করে সড়ক দখল করেন চালকরা। 

এতে নগরে যানজট বেড়েই চলছে। এই বিষয়ে নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যানজট নিরসনে নানা পরিকল্পনা হাতে নেয় সিসিক। এখন থেকে এই ৩০টি স্থানে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড কার্যকর হবে। অন্য যে কোনো স্থানে স্ট্যান্ড স্থাপন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ
১০