সুন্দরবন থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৪:০৮ আপডেট: : ১০ এপ্রিল ২০২৫, ১৪:১৬
৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার। ছবি : বাসস

বাগেরহাট, ১০ এপ্রিল ২০২৫ (বাসস)  : জেলার  মোংলা সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দ্বারা অপহৃত ৬ জন নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ  সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩জন জেলেকে জিম্মি করে রেখেছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা  করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুঁড়ে অতি দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অপহরণকৃত ৬ জন নারীসহ ৩৩ জন জেলেকে ১৬ টি বোটসহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী জেলেরা গতকাল সকাল আটটার দিকে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা থেকে সুন্দরবনে প্রবেশ করে। সকাল আনুমানিক নয়টায় ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার  দেয়া হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ
১০