সুন্দরবন থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৪:০৮ আপডেট: : ১০ এপ্রিল ২০২৫, ১৪:১৬
৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার। ছবি : বাসস

বাগেরহাট, ১০ এপ্রিল ২০২৫ (বাসস)  : জেলার  মোংলা সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দ্বারা অপহৃত ৬ জন নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ  সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩জন জেলেকে জিম্মি করে রেখেছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা  করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুঁড়ে অতি দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে অপহরণকৃত ৬ জন নারীসহ ৩৩ জন জেলেকে ১৬ টি বোটসহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী জেলেরা গতকাল সকাল আটটার দিকে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা থেকে সুন্দরবনে প্রবেশ করে। সকাল আনুমানিক নয়টায় ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার  দেয়া হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০