দিনাজপুরে  ইটভাটা থেকে  ৪৮ লাখ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৪:১৯ আপডেট: : ১০ এপ্রিল ২০২৫, ১৪:৩৪
 ইটভাটা থেকে  ৪৮ লাখ টাকা জরিমান । ছবি : বাসস

দিনাজপুর, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা পরিবেশ অধিদপ্তর গত দু'দিনে অভিযান চালিয়ে জেলার ৩টি উপজেলার ইটভাটা থেকে ৪৮ লাখ টাকার জরিমানা আদায় করেছে।

আজ বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টায় জেলা পরিবেশ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক মো. মলিন মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত দু'দিনে জেলার সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় পরিবেশগত ছাড় পত্রবিহীনভাবে ইট ভাটা পরিচালনা করায় ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে, অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ৮টি ইট ভাটার প্রত্যেক মালিক থেকে ৬ লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া আরও  দু'টি  ইটভাটার আগুন নিভিয়ে ও কিলিন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয়া হয়। আরও দু'টি বন্ধ হয়ে যাওয়া  ইটভাটার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলার পরিদর্শক প্রভাতি রানী রায়। এ সময় সহকারী পরিচালক মো. মলিন মিয়াসহ সহযোগীতায় ছিল জেলা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের  সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০