সিলেটে প্রায় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:২৮

সিলেট, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি’র টহল দলের অভিযানে এই সব পণ্য জব্দ করা হয়।

বিজিবি আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, বিছনাকান্দি, উৎমা লবিয়া, কারাইরাগ, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল ও প্রতাপপুর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। 

এই সময় চোরাই পথে আনা ভারতীয় ঔষধ, চিনি, সাবান, পাথর, মাল্টা, আঙ্গুর, নারিকেল, চকলেট, ফুচকা, শীতের কম্বল, সুপারি, সালফার ও মদ জব্দ করা হয়। 

একই সময়ে বাংলাদেশ থেকে পাচারের জন্য সীমান্তে নেওয়া রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি। 

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। 

আটককৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০