সিলেটে প্রায় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:২৮

সিলেট, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি’র টহল দলের অভিযানে এই সব পণ্য জব্দ করা হয়।

বিজিবি আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, বিছনাকান্দি, উৎমা লবিয়া, কারাইরাগ, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল ও প্রতাপপুর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। 

এই সময় চোরাই পথে আনা ভারতীয় ঔষধ, চিনি, সাবান, পাথর, মাল্টা, আঙ্গুর, নারিকেল, চকলেট, ফুচকা, শীতের কম্বল, সুপারি, সালফার ও মদ জব্দ করা হয়। 

একই সময়ে বাংলাদেশ থেকে পাচারের জন্য সীমান্তে নেওয়া রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি। 

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। 

আটককৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ
১০