নারায়ণগঞ্জে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:২৮

নারায়ণগঞ্জ,১০ এপ্রিল,২০২৫(বাসস): জেলার ফতুল্লায় মুরাদ নামে এক কিশোরকে হত্যার দীর্ঘ একুশ বছর পর আজ মামলার রায় হয়েছে। এ কিশোরের হত্যার দায়ে মাসুমকে (৪২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানার দায়ের করা মুরাদ নামে এক কিশোরের হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আদালতে আসামী উপস্থিত  ছিলনা।

জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। নিহত মুরাদ তল্লা মাদবর বাড়ি এলাকার পনির হোসেনের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মাসুম তার সহযোগিদের নিয়ে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আসামীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
১০