সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ১৬টি ব্যাংক হিসাবে অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:৪১
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৬টি ব্যাংক হিসাবে অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

উল্লেখ,গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরাু ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কামরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) করা এ মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
১০