বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহ প্রকাশ জার্মানির

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:২১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়া জার্মানির ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী ও টেকসই অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার ঢাকার জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ থেকে ১০ এপ্রিল প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। তারা বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) সহজতর করার লক্ষ্যে চলমান সংস্কার নিয়ে মতবিনিময় করেছে।

জার্মানিতে ব্যবসার জন্য বাংলাদেশের আকর্ষণ আরো দৃশ্যমান করতে প্রতিনিধি দল বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও প্রতিনিধি দলকে তাদের সুবিধামত সময়ে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছে।

প্রতিনিধি দল তাদের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছে।

জার্মান দূতাবাস বলেছে, এই উচ্চ পর্যায়ের বৈঠকগুলো বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, দেশের বিনিয়োগ সম্ভাবনার প্রতি আস্থা এবং জার্মানি-বাংলাদেশ সম্পর্কের শক্তিকে স্থায়ী করতে জার্মানির চলমান প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জার্মান প্রতিনিধি দল বিভিন্ন খাতভিত্তিক অধিবেশ ও বিনিয়োগ সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

প্রতিনিধি দলের এই সফরটি জার্মান এশিয়া-প্যাসিফিক ব্যবসায়িক সমিতি-ওভিএ এর সহযোগিতায় হচ্ছে। এটি এশিয়াজুড়ে জার্মানির ব্যবসায়িক সম্পৃক্ততা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্বকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ঢাকায় জার্মান দূতাবাসের মতে, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মধ্যে ৯ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
১০