বাউবির এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থী ৩৪ হাজার

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:৫৫
ফাইল ছবি

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৫ আগামীকাল (১১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ১৯৮টি কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন ছাত্র এবং ১১ হাজার ৯০১ জন ছাত্রী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবারগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ৯ মে, ২০২৫ তারিখ শুক্রবারে শেষ হবে।

প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০