কক্সবাজারে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৩ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২০:১৭

কক্সবাজার, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের নীল বনিয়াতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা।

পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারা শিক্ষার্থীরা জানান, তাদের বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থীর এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর নেয়নি। ফরম পূরণের জন্য ৬ হাজার টাকা করে দিয়েছিল। তারা জানেন না, তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছিল কিনা। শিক্ষকরা গত দুই দিন ধরে প্রবেশপত্র দেওয়ার বিভিন্ন সময় নিলেও দিতে পারেননি।

তারা আরও বলেন, পরীক্ষার দিন সকালে দেওয়ার কথা ছিল প্রবেশপত্র। পরীক্ষার্থীরা সকল প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্রের জন্য গেলে প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেননি।

অভিভাবকরা জানান, বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের। তারা বিদ্যালয়ে গিয়ে দেখে গেটে তালা ঝোলানো, তখন কান্নায় ভেঙে পড়ে তারা। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আগে জানানো হলে সমাধান করা যেত জানিয়ে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের যাতে ক্ষতি না হয় এ ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা প্রশাসকসহ চট্টগ্রাম বোর্ডকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০