জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠি জেলার আহতদের স্বাস্থ্য কার্ড প্রদান

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২০:৫৭
বৃহস্পতিবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেয়া হয়। ছবি: বাসস

ঝালকাঠি, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠি জেলার আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। প্রাথমিকভাবে ২৩ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। বাকিদেরকে পর্যায়ক্রমে এই কার্ড দেয়া হবে। 

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনে, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদার। 

উল্লেখ্য, ঢাকায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠির জেলার ৮২ জন আহত এবং ১০ জন নিহত হন।

জেলা প্রশাসক আশরাফুল রহমান তার বক্তব্যে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে আহতরা যাতে নির্বিঘ্নে উন্নত স্বাস্থ্যসেবা পান, তাই সরকার তাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০