জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠি জেলার আহতদের স্বাস্থ্য কার্ড প্রদান

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২০:৫৭
বৃহস্পতিবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেয়া হয়। ছবি: বাসস

ঝালকাঠি, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠি জেলার আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। প্রাথমিকভাবে ২৩ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। বাকিদেরকে পর্যায়ক্রমে এই কার্ড দেয়া হবে। 

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনে, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদার। 

উল্লেখ্য, ঢাকায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঝালকাঠির জেলার ৮২ জন আহত এবং ১০ জন নিহত হন।

জেলা প্রশাসক আশরাফুল রহমান তার বক্তব্যে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে আহতরা যাতে নির্বিঘ্নে উন্নত স্বাস্থ্যসেবা পান, তাই সরকার তাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০