ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিএনপির র‌্যালি ও সমাবেশ

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:০৩
ফিলিস্তিনের উপর ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার সিলেটে বিএনপির র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

সিলেট, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র‌্যালি ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। 

আজ বৃহস্পতিবার নগরীর কোট পয়েন্ট থেকে এই র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অর্ন্তবর্তীকালীন সকারের প্রতি, ফিলিস্তিনে বর্বরোচিত নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জনমত গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দীর্ঘদিন যাবত দেখছি ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতা চলছে। সময় এসেছে বিশ্বের সব শান্তিকামী মানুষের একত্রিত হয়ে আওয়াজ তোলার, যেন এই নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ হয়। 

বিএনপি জন্মলগ্ন থেকে ফিলিস্তিনি জনগণের পাশে ছিল দাবি করে তিনি বলেন, ইয়াসির আরাফাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে এই বিষয়ে আমরা অঙ্গিকারবদ্ধ। এই বিষয়ে জেরুজালেম মুক্ত করার জন্য ইসলামি সংস্থার তিন সদস্যের যে কমিটি হয়েছিলো সেই কমিটিতে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০