ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিএনপির র‌্যালি ও সমাবেশ

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:০৩
ফিলিস্তিনের উপর ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার সিলেটে বিএনপির র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

সিলেট, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র‌্যালি ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। 

আজ বৃহস্পতিবার নগরীর কোট পয়েন্ট থেকে এই র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অর্ন্তবর্তীকালীন সকারের প্রতি, ফিলিস্তিনে বর্বরোচিত নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জনমত গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দীর্ঘদিন যাবত দেখছি ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতা চলছে। সময় এসেছে বিশ্বের সব শান্তিকামী মানুষের একত্রিত হয়ে আওয়াজ তোলার, যেন এই নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ হয়। 

বিএনপি জন্মলগ্ন থেকে ফিলিস্তিনি জনগণের পাশে ছিল দাবি করে তিনি বলেন, ইয়াসির আরাফাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে এই বিষয়ে আমরা অঙ্গিকারবদ্ধ। এই বিষয়ে জেরুজালেম মুক্ত করার জন্য ইসলামি সংস্থার তিন সদস্যের যে কমিটি হয়েছিলো সেই কমিটিতে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০