পথ নবজাতকদের পাশে দাঁড়াবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২২:০৯
বৃহস্পতিবার এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। ছবি: বাসস

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ‘পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন’ এ শ্লোগানকে সামনে রেখে দেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।  

আজ বৃহস্পতিবার এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো দেশে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার করা এবং তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। পাশাপাশি পরিত্যক্ত নবজাতকদের অবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা সংগ্রহে সমাজকে উদ্বুদ্ধ করতে এ প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. মজিবুর রহমান জানান, কিছুদিন আগে সংগঠনটির যাত্রা শুরু হলেও তিনি বেশ কয়েক বছর আগে থেকেই ব্যক্তি উদ্যোগে এ কার্যক্রমটি পরিচালনা করে আসছেন। ইতোমধ্যে তিনি ৪১টি পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন। তাদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে তার এ ব্যক্তিগত মানবিক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অব) সৈয়দ মো. জিয়াউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির মঞ্জু এবং ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা।

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে ১২ এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করার দাবি জানানো হয়। যাতে এ দিবসটিকে সামনে রেখে প্রতি বছর অসহায় পথ নবজাতকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়। 

একই সঙ্গে সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব’ গড়ে তোলার দাবি জানায় এ প্রতিষ্ঠানটি। যাতে যে কোনো বাবা-মা তাদের জন্ম দেওয়া অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম-পরিচয় গোপন রেখে সেখানে দিয়ে যেতে পারেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০