জ্বালানি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-আলজিয়ার্সের ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনে গুরুত্বারোপ  

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২২:১১
বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা এবং মন্ত্রী পর্যায়ের সফরসহ বাংলাদেশ ও আলজেরিয়া আজ জ্বালানি খাতে সম্ভাবনা এবং সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। 

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আলোচনা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসময় তারা গত ৪ ফেব্রুয়ারি আলজিয়ার্সে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক পরামর্শমূলক বৈঠকের ফলাফল পর্যালোচনা করেন এবং বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষই ব্যবসা-বাণিজ্যের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ভার্চুয়াল বৈঠক, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং উভয় দেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণের প্রস্তাবের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার গুরুত্বের উপর জোর দেন।

তারা কৃষি, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বিমান যোগাযোগ, গণমাধ্যম, ক্রীড়া এবং সংস্কৃতির ক্ষেত্রে সম্প্রসারিত সহযোগিতার সম্ভাবনার কথাও বলেন। 

তারা খাতভিত্তিক সমঝোতা স্মারক (এমওইউ) বিষয়ে অগ্রগতির বিষয়ে আশা প্রকাশ করেন এবং উভয় পক্ষই তাদের চূড়ান্তকরণ দ্রুত করতে সম্মত হয়েছেন।

বৈঠকে বিনিয়োগ উন্নয়ন, বাণিজ্য বাধা অপসারণ এবং বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তি বিবেচনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ নিয়মিত সংলাপ বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০