বান্দরবান চিড়িয়াখানার ভাল্লুকের চিকিৎসার নির্দেশ আদালতের 

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৩
ছবি : সংগৃহীত

বান্দরবান, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস): বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্রে মিনি চিড়িয়াখানার অসুস্থ্য ভাল্লুককে চিকিৎসা দিতে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছেন বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এমরান এই আদেশ দেন।

আদেশে ভাল্লুকটি অসুস্থ্য হওয়ার পেছনে কারা দায়ী এবং কারো কোনো গাফিলতি আছে কিনা সে বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেলকে। এছাড়া আগামী ৬ মে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের মিনি চিড়িয়াখানায় একটি অসুস্থ্য ভাল্লুকের করুণ চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও চিত্রে দেখা যায় ভাল্লুকটি শরীরের পেছনের অংশে গভীর ক্ষত হয়েছে। সেই সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে। অনেকটা নাড়াচাড়ার সক্ষমতা হারিয়ে ফেলে।

কর্তৃপক্ষের অবহেলা নিয়ে ভিডিও এর নিচে অসংখ্য মন্তব্য করতে থাকেন প্রাণী প্রেমীরা। এছাড়াও এর আগে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

বিষয়গুলো সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি তার আরেক সহকর্মী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এমরানের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। পরে স্বপ্রণোদিত হয়ে বিচারক এ এস এমরান ভাল্লুকটির অসুস্থ্য হওয়ার পেছনে কারা দায়ী সেটি খুঁজে বের করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেলকে দায়িত্ব দেন।

এদিকে প্রকাশিত ভিডিও’র কমেন্ট বক্সে জোবায়ের আহমেদ ফাহিম নামে একজন লিখেছেন, চিড়িয়াখানার কোনো প্রয়োজন নাই। প্রাণিগুলোকে বন্দি করে কষ্ট দিচ্ছে। সবাই স্বাধীনতা চায়। চিড়িয়াখানা নামক বর্বর ব্যবস্থা বন্ধ করতে হবে। এসব প্রাণি থাকবে মুক্ত স্বাধীন, এরা থাকবে বনে।

কে সাইন পিনকি নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, মেঘলায় শুধু ভাল্লুক না বাকী যে প্রাণিগুলো আছে কেউ ভালো নেই এরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০